ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জের দৃশ্য | ছবি: রাজীব রায়হান/স্টার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জের দৃশ্য | ছবি: রাজীব রায়হান/স্টার

আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ছয় ঘণ্টায় চট্টগ্রামে ১৪৮ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটের দৃশ্য | ছবি: রাজীব রায়হান/স্টার

আবহাওয়াবিদ এমএইচএম মোসাদ্দেক আলী জানিয়েছেন দুপুর ৩টা পর্যন্ত পরবর্তী তিন ঘণ্টায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটের দৃশ্য | ছবি: রাজীব রায়হান/স্টার

তিনি আরও বলেন, 'রাত ৮টায় জোয়ার শুরুর সময়। তখন পানি আরও বাড়তে পারে।'

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটের দৃশ্য | ছবি: রাজীব রায়হান/স্টার

নগরীর বহাদ্দারহাট, বাকালীয়া, চকবাজার, মুরাদপুর, ২ নম্বর গেট, ষোলশহর, পূর্ব নাসিরাবাদ, হালীশহর, সিইপিজেড, সাগরিকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটের দৃশ্য | ছবি: রাজীব রায়হান/স্টার

সড়ক তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে চলাচল। কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সকাল সোয়া ৬টায় প্রাইভেটকারে রওনা হন। তবে জলাবদ্ধতার কারণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে থেকে তাকে বিপকল্প পথে যেতে হয়।

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

5h ago