গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিক হলেন চাঁদপুরের ইসমাইল হোসেন সুমন (৪৫) ও গাইবান্ধার নাহিদ (২২)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, দুপুরে পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন শ্রমিকরা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে সুমন ও নাহিদ জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের কাশীয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাশীয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, 'সেপটিক ট্যাংকের মধ্যে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

'Caretaker govt, two-term limit for PM'

Propose eminent citizens to constitutional reform commission

33m ago