চট্টগ্রামে কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল গ্রেনেড

মীরসরাইয়ে উদ্ধার করা গ্রেনেড। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত একটি গ্রেনেড পাওয়া গেছে। পুলিশের ধারণা, গ্রেনেডটি ১০০ বছরের পুরোনো হতে পারে।

মঙ্গলবার মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর এলাকায় এক মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে শ্রমিকরা গ্রেনেডটি দেখতে পান। স্থানীয়রা প্রথমে মীরসরাই থানায় খবর দিলে পুলিশ গ্রেনেডটি রাস্তার পাশে নিরাপদ জায়গায় রেখে এলাকা ঘিরে দেয়।

আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।

কাউন্টার টেরোরিজমের ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমে গ্রেনেডটির ছবি বোমা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। তারা জানান এটি প্রায় ১০০ বছর পুরোনো।'

তিনি আরও বলেন, 'হ্যান্ড গ্রেনেডটি ব্রিটেনে তৈরি বলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। তাদের অনুমান ১৯১৫ সালের কাছাকাছি সময়ে এটি তৈরি। আমরা এটি নিষ্ক্রিয় করেছি।'

Comments

The Daily Star  | English

Police charge batons, use water canons on protesting Ebtedai madrasa teachers

They were on their way to Chief Adviser's Office demanding nationalisation of all Ebtedai institutions

1h ago