সিরাজগঞ্জে এক লাইনে দুই ট্রেন, তদন্তে কমিটি গঠন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে গতকাল একই লাইনে মৈত্রী এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন দুটি চলে আসে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে গতকাল শনিবার মৈত্রী এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস একই লাইনে মুখোমুখি অবস্থানে চলে আসার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চার সদস্যের তদন্ত কমিটি আজ তদন্ত কাজ শুরু করেছে।

আগামীকালের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

সিগনালে ভুলের কারনে দুই ট্রেন মুখোমুখি অবস্থানে পৌঁছালেও চালকের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনের মাস্টার মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ভারত থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন শনিবার বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু পশ্চিম রেল স্টেশনে যাত্রাবিরতি করে। ঠিক একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে একই লাইনে ঢুকে পরে।

ট্রেন লাইনে কর্মরত লাইনম্যানদের সিগনালের ভুলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পরে বলে জানান তিনি।

এদিকে রেলওয়ে পাকশি বিভাগীয় ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনা না ঘটলেও এ ধরনের ঘটনা কখনই কাম্য নয়। রেলওয়ে পাকশি বিভাগ এ ঘটনার তদন্তে সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হারুনুর রশিদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

EC preparing to hold next national polls in December

Election Commissioner Abul Fazal says after briefing development partners about the next polls

1h ago