এ জে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা, সুপ্রিম কোর্টের কার্যক্রম আংশিক স্থগিত

আপিল বিভাগের বিচারিক কাজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ সকাল ১১টা পর্যন্ত চলে।
গুলশান শপিং কমপ্লেক্স ভাঙতে হাইকোর্টের আদেশ বহাল
সুপ্রিম কোর্ট ভবন | স্টার ফাইল ছবি

সাবেক অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর ফলে আজ রোববার আপিল বিভাগের বিচারিক কাজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ সকাল ১১টা পর্যন্ত চলে।

এর আগে, সকালে সুপ্রিম কোর্ট বেঞ্চের সভাপতিত্ব করে প্রধান বিচারপতি বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিতের ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ জে মোহাম্মদ আলী।
 

Comments