মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে মারমাদের ১৩৮৬ সাকক্রয় বরণ
মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে নতুন বছর ১৩৮৬ সাকক্রয়কে বরণ করে নিয়েছে পার্বত্য চট্টগ্রামের মারমা জাতিগোষ্ঠী।
মারমা বর্ষপঞ্জির ১৩৮৫ সাকক্রয়কে বিদায় দিয়ে ১৩৮৬ সাকক্রয়কে বরণ করে নিতে সামাজিক উৎসব 'সাইংগ্রাইং পোয়েঃ'তে মেতেছেন রাখাইন ও মারমারা।
এর অংশ হিসেবে বান্দরবানে আজ সোমবার বিকেলে রাজার মাঠে তারা মেতে উঠেন মৈত্রী পানি বর্ষণ উৎসব 'মৈতা রিহ্ লং পোয়েঃ'তে। এটি আয়োজিত হয়সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির উদ্যোগে।
বান্দরবানে মারমারা দীর্ঘদিন থেকেই এই মৈত্রী পানি বর্ষণ উৎসব পালন করে আসছেন। তবে শুরুর দিকে নিজ নিজ গ্রামে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেরাই এই অনুষ্ঠানের আয়োজন করতেন। পরে ১৯৭৫ সালে বান্দরবানে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছর বান্দরবানে এটি বড় আকারে পালিত হয়ে আসছে।
Comments