বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহনের ধীরগতি

সিরাজগঞ্জ মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখী মানুষকে।

আজ বুধবার সকাল থেকেই এ মহাসড়কের ঢাকা থেকে সিরাজগঞ্জমুখী লেনে যানজট দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালের চেয়ে আজকে যানবাহনের ব্যাপক চাপ থাকায় এই মহাসড়কের ২২ কিলোমিটারজুড়ে যানবাহন চলছে খুবই ধীর গতিতে। আবার কিছু কিছু জায়গায় যানজট লেগে রয়েছে।

মহাসড়কটির ৪ লেনের উন্নয়নমূলক কাজ ও ফ্লাইওভার নির্মাণকাজ চলমান থাকায় কয়েকটি পয়েন্টে রাস্তা সরু হয়ে যাওয়ায় ওই পয়েন্টগুলোতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরবঙ্গের ১৬ জেলা ও দক্ষিণাঞ্চলের ৬ জেলার চালক ও যাত্রীদের।

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ যে যেভাবে পারছেন, সেভাবেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর দ্য ডেইলি স্টারকে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে আজ সকাল ৯টার পর থেকে যানবাহনের ব্যাপক চাপ থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

28m ago