ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান (৬০) মারা গেছেন।
আজ শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
একই বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুস সাকিব দ্য ডেইলি স্টারকে বলেন, ল্যাবএইড হাসপাতালে তাকে ভোর সোয়া ৪টার দিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন জিয়া রহমান।
তাকে দেখতে হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
Comments