রিজেন্সি হোটেলের রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিলো রাজউক
অনুমোদন না থাকায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ রোববার রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
তিনি বলেন, 'রিজেন্সির ছাদের রেস্টুরেন্টটি অনুমোদন ছাড়াই চলছিল। তাদের একটি রান্নাঘর ছিল। পার্টি এবং গ্রাহকদের বসার ব্যবস্থা ছিল। তবে এগুলোর কোনোটিরই অনুমোদন ছিল না। তাই তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।'
'রিজেন্সি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'অভিযান চলাকালীন হোয়াইট হল, খাজানা এবং মেইনল্যান্ড রেসকেও জরিমানা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে ব্যবসা ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র রাজউক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।'
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে রিজেন্সি কর্তৃপক্ষ ক্যামেরা নিয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। এ সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করেন এবং আক্রমণাত্মক আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
Comments