আরিফিন শুভ পেলেন রাজউকের ১০ কাঠার প্লট
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) একটি ১০ কাঠার প্লট পেয়েছেন।
রাজউকের পূর্বাচল নিউটাউন প্রজেক্টে এই প্লট বরাদ্দ পেয়েছেন তিনি।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে রাজউকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, 'সরকারি সিদ্ধান্তে এই প্লট বরাদ্দ পেয়েছেন আরিফিন শুভ।'
প্লট বরাদ্দ পাওয়ার বিষয়ে জানতে চাইলে আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানাব।'
রাজউকের জমি বরাদ্দ পেয়েছেন 'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্রের প্রযোজক লিটন হায়দারও। তিনি পেয়েছেন ৩ কাঠার একটি প্লট।
আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা 'মুজিব: একটি জাতির রূপকার'। বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপর ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথভাবে প্রযোজিত।
Comments