গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে: হাইকোর্ট

ফাইল ফটো

অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১১-১২ থেকে পরবর্তী সাত করবর্ষের জন্য প্রতিষ্ঠানটিকে এই আয়কর দিতে হবে।

গ্রামীণ এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ১৯৯৬ সালে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করেন।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ২০১৭-১৮ করবর্ষে কোম্পানি থেকে আয়কর হিসেবে সরকারের দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা সাতটি আয়কর রেফারেন্স আবেদনের শুনানি শেষে এই রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি দ্য ডেইলি স্টারকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণ কল্যাণ থেকে ২০১১-১২ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য ৫৫৫ কোটি ৯৪ লাখ টাকা আয়কর দাবি করেছে।

তিনি বলেন, গ্রামীণ কল্যাণ আয়কর হিসাবে ৪৩৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করেছে। হাইকোর্টের রায়ের পর প্রতিষ্ঠানটিকে বাকি ১১৯ কোটি ২৯ লাখ টাকা পরিশোধ করতে হবে।

তাহমিনা বলেন, ট্যাক্স উপকমিশনার আয়কর পরিশোধের জন্য গ্রামীণ কল্যাণকে একটি সময়সীমা দিয়ে নোটিশ জারি করবেন।

গ্রামীণ কল্যাণের আইনজীবী সরদার জিন্নাত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট আয়কর রেফারেন্সের আবেদন খারিজ করে দিয়েছেন। যদিও সংশ্লিষ্ট অডিট রিপোর্টসহ সমস্ত নথি আদালতে উপস্থাপন করা হয়েছে।

এখন আপিল বিভাগে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে গ্রামীণ কল্যাণ।

 

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

53m ago