সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট শুরু

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দুই দিনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় শুরু হওয়া ভোট বিকেল ৫টা পর্যন্ত চলবে, মাঝে এক ঘণ্টা বিরতি।

নির্বাচনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ ১৪ পদে আগামী এক বছরের জন্য নেতৃত্ব ঠিক করবেন ভোটাররা।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. রবিউল হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবারের নির্বাচনে মোট সাত হাজার ৮৮৮ জন আইনজীবী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সূত্র বলছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা হিসেবে পরিচিত) ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল হিসেবে পরিচিত) মধ্যে।

আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর এবং সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন (খোকন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ও মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান)।

Comments

The Daily Star  | English

Economy poised to encounter substantial hurdles in H2 of FY25: BB

Despite various monetary and fiscal tightening measures, inflation has remained persistently high, staying above 10 percent

1h ago