সাত মসজিদ রোডের রেস্তোরাঁগুলোতে ডিএসসিসির অভিযান

সাত মসজিদ সড়কের ঝুকিপূর্ণ ভবনের সামনে সতকর্তামূলক ব্যানার টাঙিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: মো. আব্বাস/স্টার

রাজধানীর সাত মসজিদ রোডের বিভিন্ন ভবনের রেস্তোরাঁগুলোতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেল ৩টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে।

প্রথমে ওই সড়কের কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে।

কেয়ারি ক্রিসেন্ট ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। ছবি: স্টার

অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ১২ তলা ওই ভবনটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

ওই ভবনে একটি ভিসা প্রসেসিং অফিস পর্যাপ্ত নিরাপত্তা শর্ত না মেনে নির্মাণ করায় ওই অফিসের ৩ কর্মীকে আটক করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, অগ্নি নিরাপত্তা না থাকায় ভবনটি সিলগালা করা  হয়েছে।'

ফায়ার সার্ভিস, পুলিশ ও ডিএসসিসির কর্মকর্তাদের নিয়ে এ অভিযান চালানো হচ্ছে।

ঝুকিপূর্ণ উল্লেখ করে ওই ভবনটির সামনে সতকর্তামূলক ব্যানার টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সকালে সাত মসজিদ সড়কের গাওসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও, সেখানে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনার কারণে সেগুলো সিলগালা করা হয়।

 

Comments

The Daily Star  | English

ACC team to open Bangladesh Bank lockers of 300 officials 

The eight-member team, led by ACC Director Sayemuzzaman, reached the central bank around 12:30 pm today to conduct the search.  

8m ago