মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আর সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশিদ।
জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ৬২৭ জন ভোটারের মধ্যে ৫৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শুরু হয় সন্ধ্যা ৬টায় এবং শেষ হয় আজ সকাল পৌনে ৯ টায়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিজয়ী ১১ জন হলেন-সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ (২৯৭ ভোট), সহ-সাধারণ সম্পাদক তানিয়া আজাদ (৩৩২ ভোট), অর্থ সম্পাদক আবুল খায়ের মুহাম্মদ আতাউর রহমান (৩৫১ ভোট), পাঠাগার সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম জসিম (৩০৯ ভোট), ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আরিফ হোসেন লিটন (৩৬৮ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোলায়মান হোসেন সেন্টু (৩২৩ ভোট), হিসাব নিরীক্ষক মাইন উদ্দিন লিটন (৩২৮ ভোট), কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক (৩৫৮ ভোট), মো. বুলবুল (৩২৬ ভোট), এনামুল হক (৩০০ ভোট) ও সোলায়মান কবির (২৯০ ভোট)।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত ৪জন হলেন-সহসভাপতি আহসান হাবিব (৩১৩ ভোট), সাধারণ সম্পাদক: সরওয়ার হোসেন (৩৪২ ভোট), নিরীক্ষক মোশাররফ হোসেন (২৯৮ ভোট) ও কার্যনির্বাহী সদস্য খন্দকার সুজন হোসেন (২৯৫ ভোট)।
আওয়ামী সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম বাদশা পেয়েছেন ২৮২ ভোট, সহসাধারণ সম্পাদক প্রার্থী প্রবীর কুমার সাহা পেয়েছেন ২৪১ ভোট, অর্থ সম্পাদক পদে আরশেদ আলম পেয়েছেন ২১৫ ভোট, পাঠাগার সম্পাদক পদে বজলুর রহমান পেয়েছেন ২৫৭ ভোট, ক্রীড়া সম্পাদক পদে আবু মোহাম্মদ হানজেলা পেয়েছেন ১৯৮ ভোট, নিরীক্ষক হিসেবে জহিরুল ইসলাম শরীফ পেয়েছেন ২৭২ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে জসিম উদ্দিন ২৮৭ ভোট, মুকবুল হোসেন ২৬৫ ভোট, তারা রাণী ভৌমিক ২১২ ভোট ও সম্পা আক্তার পেয়েছেন ১১৭ ভোট।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আব্দুল জব্বার আলী পেয়েছেন ২৫৯ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী আজাদ হোসেন খান পেয়েছেন ২২৭ ভোট, হিসাব নিরীক্ষক পদে লুৎফর রহমান পেয়েছেন ২০৯ ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন ২৫৮ ভোট।
Comments