২৪ ঘণ্টা চালু থাকবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত

ফ্লাইটের ডাইভারশনের প্রয়োজনে এখন থেকে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু থাকবে থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান আজ মঙ্গলবার এক বৈঠকে এ কথা জানান।

মন্ত্রী বলেন, 'মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে যেন দেশের বাইরের কোনো বিমানবন্দরে কোনো ফ্লাইট ডাইভার্ট না করা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট ফ্লাইট দেশের ভেতরে (বিমানবন্দর) ডাইভার্ট করবে।'

'এ কারণে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শীতকালে ২৪ ঘণ্টা সচল থাকবে,' যোগ করেন তিনি।

শীতকালে কুয়াশার কারণে প্রায়ই বিভিন্ন উড়োজাহাজ রানওয়েতে নামতে না পেরে অন্য বিমানবন্দরে ডাইভারশন করতে হয়।

কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কখনো কখনো ৭-৮ ঘণ্টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকে।

তবে, উন্নত ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেমের (আইএলএস) মাধ্যমে রেডিও তরঙ্গের মাধ্যমে পাইলটকে স্বল্প দৃষ্টিসীমার মধ্যেই রানওয়েতে উড়োজাহাজ অবতরণ করাতে পথ দেখানো সম্ভব।

মন্ত্রী ফারুক খান বলেন, 'ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) উন্নত করার কাজ চলছে, যেন ঢাকাগামী উড়োজাহাজকে কুয়াশার কারণে অন্য বিমানবন্দরে যেতে না হয়।'

সচিবালয়ে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Is the govt secretly backing wrongdoers?

BNP acting chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of Lal Chand, alias Sohag, due to its silent support for such incidents of mob violence.

1h ago