বিমানের আবর্জনার ট্রলিতে ১০ স্বর্ণের বার

উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। তবে, কে বা কারা এ স্বর্ণ নিয়ে এসেছে, তা এখনো জানা যায়নি।

আজ মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির যাত্রীরা নেমে যাওয়ার পর আবর্জনার ট্রলি স্ক্যান করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে করে স্বর্ণ আসতে পারে। কিন্তু, কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে বিমানের আবর্জনার ট্রলি স্ক্যান করে এসব স্বর্ণ উদ্ধার হয়।'

Comments