নিবন্ধিত, অনিবন্ধিত জিআই পণ্যের তালিকা করার নির্দেশ হাইকোর্টের
ভৌগোলিক শনাক্তকরণ (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবন্ধনের উপযোগী পণ্যের দুটি পৃথক তালিকা প্রস্তুত করে আগামী ১৯ মার্চের মধ্যে আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তালিকা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
তিনি বাংলাদেশের নিবন্ধিত ও অনিবন্ধিত জিআই পণ্যের তালিকা তৈরিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন।
Comments