ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট রুটে নৌ চলাচল বন্ধ, মাঝনদীতে আটকে আছে ২ ফেরি
ঘন কুয়াশায় কমে এসেছে দৃষ্টিসীমা | ছবি: স্টার ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'নৌ দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।'

তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

খালেদ নেওয়াজ বলেন, 'ফেরি চলাচল বন্ধ হওয়ায় মানিকগঞ্জের আরিচা ফেরি সুফিয়া, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শাহ আলী নোঙর করে আছে। পাবনার কাজিরহাটে ফেরি রোকেয়া অপেক্ষা করছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।'

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

1h ago