৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন

নতুন সরকারের প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এরপর ২৫ জন মন্ত্রী এবং এরপর ১১ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

এবার নিয়ে পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার অধীনে রাখছেন মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সর্বশেষ মন্ত্রিসভায় তার অধীনে ছিল চারটি মন্ত্রণালয় ও দুটি বিভাগ। সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ; জনপ্রশাসন মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার পর স্থপতি ইয়াফেস ওসমান মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ও প্রধানমন্ত্রীর অধীনস্ত হয়।

২৫ মন্ত্রী: কার দায়িত্বে কোন মন্ত্রণালয়

মন্ত্রীরা যেসব মন্ত্রণালয় পেয়েছেন সেগুলো হলো—

১. আ ক ম মোজাম্মেল হক—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

২. ওবায়দুল কাদের— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৩. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন— শিল্প মন্ত্রণালয়

৪. আসাদুজ্জামান খান— স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৫. ডা. দীপু মনি— সমাজকল্যাণ মন্ত্রণালয়

৬. মো. তাজুল ইসলাম— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৭. মুহাম্মদ ফারুক খান— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

৮. আবুল হাসান মাহমুদ আলী—অর্থ মন্ত্রণালয়

৯. আনিসুল হক—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১০. মোহাম্মদ হাছান মাহমুদ— পররাষ্ট্র মন্ত্রণালয়

১১. মো. আব্দুস শহীদ—কৃষি মন্ত্রণালয়

১২. সাধন চন্দ্র মজুমদার—খাদ্য মন্ত্রণালয়

১৩. র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

১৪. মো. আব্দুর রহমান—মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়

১৫. মহিবুল হাসান চৌধুরী নওফেল—শিক্ষা মন্ত্রণালয়

১৬. ফরহাদ হোসেন—জনপ্রশাসন মন্ত্রণালয়

১৭. মো. ফরিদুল হক খান—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১৮. মো. জিল্লুল হাকিম—রেলপথ মন্ত্রণালয়

১৯. সাবের হোসেন চৌধুরী— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

২০. জাহাঙ্গীর কবির নানক—বস্ত্র ও পাট মন্ত্রণালয়

২১. নাজমুল হাসান— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২২. স্থপতি ইয়াফেস ওসমান— বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২৩. ডা. সামন্ত লাল সেন—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২৪.  নারায়ন চন্দ্র চন্দ—ভূমি মন্ত্রণালয়

২৫. আব্দুস সালাম—পরিকল্পনা মন্ত্রণালয়

১১ প্রতিমন্ত্রী: কার দায়িত্বে কোন মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীরা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেগুলো হলো—

১. বেগম সিমিন হোসেন (রিমি)—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

২. নসরুল হামিদ—বিদ্যুৎ বিভাগ

৩. জুনাইদ আহমেদ পলক—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

৪. মোহাম্মদ আলী আরাফাত—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৫. মো. মহিববুর রহমান—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

৬. জাহিদ ফারুক—পানি সম্পদ মন্ত্রণালয়

৭. কুজেন্দ্র লাল ত্রিপুরা—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

৮. রুমানা আলী—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

৯. শফিকুর রহমান চৌধুরী—প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১০. আহসানুল ইসলাম টিটু—বাণিজ্য মন্ত্রণালয়

১১. খালিদ মাহমুদ চৌধুরী—নৌ-পরিবহন মন্ত্রণালয়

 

Comments

The Daily Star  | English

Stocks fall on poor performance of large companies

Indexes of the stock market in Bangladesh declined yesterday on rising the day before, largely due to the poor performance of Islami Bank Bangladesh along with the large-cap and blue-chip shares amid sales pressures..Large-cap refers to shares which account for large amounts in market capi

2h ago