এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী

বুধবার সন্ধ্যায় সিলেটে নিজের বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে।

বুধবার সন্ধ্যায় সিলেটে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশ্বস্ত করে এই কথা বলেন তিনি।

ইইউর বিশেষজ্ঞ দলে ছিলেন আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া/সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ শার্লট সুইব।

সন্ধ্যা ৬টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসায় প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকের পর ইইউ প্রতিনিধিদল মোমেনের প্রধান নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষজ্ঞ দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছেন কিন্তু কোনো মতামত ব্যক্ত করেননি।'

তিনি বলেন, 'আমি তাদের জানিয়েছি, বাংলাদেশে কোনো ভুয়া ভোট হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে।'

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিনিধিদল জানতে চাইলে জানিয়েছি তাদের দলের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকের গ্রেপ্তার করেছে।'

এর আগে দুপুর ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ প্রতিনিধিদল।

বিএনপির পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৈঠকের ব্যাপারে কাইয়ুম চৌধুরী বলেন, 'তারা চলমান রাজনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। আমরা তাদেরকে আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছি। আমরা বলেছি যে এই সরকারের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে।'

তিনি বলেন, 'আমরা তাদের বলেছি যে সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে, প্রহসনের নির্বাচন আয়োজন করেছে। আমরা তাদেরকে আরও জানিয়েছি যে নির্যাতিত জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ প্রহসনের নির্বাচন প্রতিহত করব।'

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago