নাশকতার মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের নাশকতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নাশকতার মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে।

মন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল এরপর থেকে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে৷

আজ রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের নাশকতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মোহনগঞ্জ ট্রেনটি যখন বিমানবন্দর ট্রেন স্টেশন ছেড়ে আসে তখন ট্রেনের ভেতর থেকে আগুন দেওয়া হয়। চার জন মারা যান। আর তিনটি কোচ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

মন্ত্রী বলেন, 'যাত্রী হয়ে ট্রেনে উঠে আগুন দিলে রেলের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালেও একই ঘটনা ঘটিয়েছে।'

তিনি বলেন, 'আগে বাসে, ট্রাকে আগুন দিতো এখন রেলকেই প্রধান আক্রমণের হাতিয়ার হিসেবে দেখা যাচ্ছে।'

মন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে কিন্তু সহিংসতা করতে পারে না এবং সহিংসতা করে রেল চলাচল বন্ধ করা যাবে না।

রেল চলাচল বন্ধ হবে না বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago