ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের সমাবেশ ২৯ ডিসেম্বর

প্রতীকী ছবি। সংগৃহীত

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে 'ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ' গঠন করা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিদ, শিক্ষক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়।

মযহারুল ইসলাম বাবলার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ'র উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ২টায় শাহবাগে 'ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের মুক্তি'র দাবিতে একটি সম্মিলিত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত সবাই।

সভায় বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম, আনু মুহাম্মদ, ইকবাল কবির জাহিদ, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, বজলুর রশীদ ফিরোজ, ফয়জুল হাকিম, চৌধুরী মুফাদ আহমদ, তাহেরা বেগম জলি, মাসুদ রানা, মযহারুল ইসলাম বাবলা, মফিজুর রহমান লালটু, বীথি ঘোষ, বাকী বিল্লাহ, ওলিভ সান প্রমুখ।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago