১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ নিষেধ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষের তরফ থেকে স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জাতীর স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞার সময়টিতে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও চলবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের ফটক উন্মুক্ত করে দেওয়া হবে।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন,  'ইতোমধ্যে শতাধিক শ্রমিক স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছেন।'

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

28m ago