চৌদ্দগ্রামে ভূমিকম্প আতঙ্কে ৭৬ পোশাকশ্রমিক আহত

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় ভূমিকম্প আতঙ্কে কারখানার বাইরে বেরোতে গিয়ে অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় ভূমিকম্পের সময় আতঙ্কে কারখানার বাইরে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে অন্তত ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।   

আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আমির শার্টস লিমিটেড কারখানা থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন শ্রমিকেরা।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা দ্য ডেইলি স্টারকে জানান, এই পর্যন্ত ৭৬ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, 'ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ইতোমধ্যেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে গেছেন।'

স্থানীয়রা জানায়, কারখানাটি তিন তলার। ভূমিকম্পের পর পোশাক কারখানা থেকে দ্রুত বের হওয়ার সময় আহত হন শ্রমিকেরা।

কারখানার এক কর্মী আয়েশা বলেন, 'যারা ভূমিকম্পে তাড়াহুড়া করে বের হইতে গেছে তারাই আহত হইছে।'

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বাইরে বেরোতে গিয়ে আহত হয়েছেন ৭-৮ জন শ্রমিক।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে যোগ করেন ওসি।

আমির শার্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

Comments

The Daily Star  | English

Consensus Commission’s first meeting with political parties begins

The meeting of the national consensus-building commission is being chaired by Chief Adviser Prof Muhammad Yunus

54m ago