৭১ কেজি ওজনের কাছিম কেটে খাওয়ার প্রস্তুতি, পরে মেঘনায় অবমুক্ত

কেটে খাওয়ার হাত থেকে উদ্ধারের পর কাছিমটিকে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

চাঁদপুরে ৭১ কেজি ওজনের একটি কাছিমকে কেটে খাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন স্থানীয়রা। তবে তার আগেই সেটিকে উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

পরে শনিবার বিকেলে পুলিশের সহযোগিতায় কাছিমটিকে মেঘনা নদীতে অবমুক্ত করে সদর উপজেলা বনবিভাগ।

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ব্যবসায়ী মো. জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকদিন আগে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে জেলেদের জালে কাছিমটি ধরা পড়ে। আজ সকালে আমি জেলেদের কাছ থেকে কাছিমটি কিনে বালিয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসি। পরে স্থানীয়রা ১৯ হাজার টাকায় এটি কিনে নিয়ে যায়।'

স্থানীয় খোকন ত্রিপুরা ডেইলি স্টারকে বলেন, 'মূলত খাওয়ার জন্য আমরা কাছিমটি কিনি। এটিকে কেটে খাওয়ার প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু প্রশাসনের লোকজন চলে আসায় কাছিমটি তাদের কাছে দিয়ে দেই।'

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কাছিমটিকে উদ্ধারের পর সদর বন বিভাগের কর্মকর্তাকে অবহিত করে। বন বিভাগের কর্মকর্তা বিল্লাল হোসেন কাছিমটিকে দেখার পর জানান, কাছিমটির বয়স হবে আনুমানিক ২০০ বছর।

চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'কাছিম ধরা পড়ার খবর পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সেটিকে উদ্ধার করে এনে অবমুক্ত করার ব্যবস্থা করি।'
 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago