জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিম

আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফাইল ফটো: স্টার

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রোববার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বিজেএসসির সাবেক চেয়ারম্যান ও তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর পদটি শূন্য হয়।

বিজেএসসি প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে নিম্ন আদালতের বিচারক পদের জন্য প্রার্থী নির্বাচন করার দায়িত্ব পালন করে।    

Comments