৪ মাস পর কেসিসি মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক
নির্বাচনের চার মাস পর খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক ও ৪১ জন কাউন্সিলর আজ বুধবার দায়িত্ব গ্রহণ করলেন।
বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির সাধারণ পরিষদের সভা ডাকা হয়। সবার শুরুতেই মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেন। তারপর সুধীজনের বক্তব্যের পর সভা শেষ হয়।
প্রতিবার জাঁকজমক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের মেয়রদের আমন্ত্রণ জানানো হলেও এ বছর তেমন কোন আয়োজন ছিল না।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১২ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখের বেশি ভোট পেয়ে কেসিসির মেয়র নির্বাচিত হন। এরপর গত ৩ জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন। কিন্তু আইনি বাধ্যবাধকতায় দায়িত্বভার গ্রহণ করতে পারেননি।
কেসিসির সূত্রে জানা গেছে, গত ১১ মে তালুকদার আব্দুল খালেক স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হন। ১২ জুন ভোটে তিনি মেয়র নির্বাচিত হন।
দীর্ঘ চার মাস নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের বাইরে ছিলেন। এ সময়ে সিটি করপোরেশনের পরিচালনা সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, আইনি জটিলতার কারণে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে দেরি হয়েছে।
এদিকে যারা বর্তমান পরিষদে কাউন্সিলর আছেন তাদের আজ ১০ অক্টোবর পর্যন্ত মেয়াদ রয়েছে। আগামী ৫ বছর তারা দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের সময় তালুকদার আব্দুল খালেক বলেন, 'আমার প্রতিশ্রুতি অনুযায়ী নগরবাসীকে সঙ্গে নিয়ে খুলনা মহানগরীকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলব। সেইসঙ্গে এই শহরকে জলাবদ্ধমুতাক্ত, পরিকল্পিত, স্বাস্থ্যকর, আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব।'
Comments