খুলনায় তালুকদার আব্দুল খালেকের জয়

তালুকদার আব্দুল খালেক
বিজয়ী তালুকদার আব্দুল খালেককে ফুলের মালা দিয়ে বরণ করছেন সমর্থকরা। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক জয়ী হয়েছেন।

আজ সোমবার দিনভর ভোটগ্রহণের পরে সন্ধ্যায় গণনা শুরু হয়।

ভোট গণনা শেষে রাত ৯টার দিকে রিটার্নিং অফিসার ফল ঘোষণা করেন।

সিটির ২৮৯ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

খুলনা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করছেন।

অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

এই সিটির মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩টি।

মেয়র পদে ৫ জন ছাড়াও ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, খুলনা এবং বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে বরিশালে দলটির প্রার্থী মুফতি ফয়জুলের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। পাশাপাশি তারা আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনেরও ঘোষণা দেয়। 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

2h ago