দেশে আনা হচ্ছে না কবি আসাদ চৌধুরীর মরদেহ, দাফন কানাডাতেই
কবির ইচ্ছা থাকলেও পারিবারিক সিদ্ধান্তে কবি আসাদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হবে কানাডায়।
আজ শুক্রবার বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবির জামাতা নাদিম ইকবাল।
তিনি জানান, জানাজার পর কবির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের ভেতরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে।
গতকাল বৃহস্পতিবার খ্যাতিমান কবি আসাদ চৌধুরী কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবি আসাদ চৌধুরীর জামাতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবার
শেষ ইচ্ছে ছিল বাংলাদেশের মাটিতে তার কবর হবে। কিন্তু বর্তমানে আমাদের কেউ দেশে থাকেন না, মানে কবির পরিবারের সবাই এখানে থাকেন। সুতরাং তার সেই ইচ্ছে পূরণ করার সুযোগ হচ্ছে না।'
Comments