গাবতলীতে বিএনপির সমাবেশ, ঢাকা-আরিচা মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

গাবতলীতে বিএনপির সমাবেশের কারণে কল্যাণপুর থেকে দীর্ঘযানজটের সৃষ্টি হয়েছে। ছবি: এমরান হোসেন/স্টার

রাজধানীর গাবতলীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়কে চলাচলরত হাজারো মানুষ।

আজ বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে গাবতলী থেকে সাভারের বলিয়ারপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বলিয়ারপুরের বাসিন্দারা জানান, দুপুর আড়াইটার পর থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। বিকেলে হতে হতে এর তীব্রতা বেড়েছে।

তবে আরিচামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও, তেমন যানজট দেখা যায়নি।

এছাড়া, ঢাকার ভেতরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত বিশাল যানজট সৃষ্টি হয়।

কল্যাণপুরে নিউমার্কেটমুখী লেনে যানজট। ছবি: এমরান হোসেন/স্টার

ঢাকার মতিঝিলগামী এক যাত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আড়াইটার দিকে সাভার থেকে ঢাকার স্কয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছি। বিকেল ৩টা থেকে বলিয়ারপুর এলাকায় আটকে ছিলাম জ্যামে। দুই ঘণ্টায় আধা কিলোমিটার রাস্তাও পার হতে পারিনি।'

তিনি আরও বলেন, 'বলিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে জ্যাম শুরু হয়েছে। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে ঢাকার দিকে গেছে।'

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার পর অনেককে পায়ে হেঁটে রাজধানীর উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

যোগাযোগ করা হলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের লোকজন সড়কে কাজ করে যাচ্ছেন। কোনো গাড়ি একেবারে থেমে নেই, ধীরগতিতে চলছে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট ছিল। কিন্তু এখন যানবাহন চলছে কিন্তু ধীরগতিতে।'

যানজটের কারণ জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'গাবতলীতে বিএনপির সমাবেশ চলছে, এ কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।'

তবে শিগগির মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago