নয়াপল্টন লোকে লোকারণ্য

বিএনপির আজকের সমাবেশ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা নেতাকর্মীদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে ওই এলাকা।

সমাবেশ উপলক্ষে দুপুরে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। কাকরাইল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান নিয়েছেন।

বিএনপির সমাবেশের খবর
নয়পল্টনে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী। ছবি: এমরান হোসেন

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এরপর দলের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করেন। বিকেল ৪টা থেকে স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দিতে শুরু করেন।

নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে অবস্থান করছেন। তাদের অনেকের হাতেই প্ল্যাকার্ড ছিল। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কাজ শুরু হওয়ার আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা দেশাত্মবোধক গাজ পরিবেশন করে।

'আন্তর্জাতিক গণতন্ত্র দিবস' উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী এই সমাবেশ করছে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা।

 

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

48m ago