পদ্মা সেতুতে ৪৫২ দিনে ১ হাজার কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতু

পদ্মা সেতুতে এক হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার কোটি ৩১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা এবং মোট ৭২ লাখ ৯৬ হাজার ৯২২টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করেছে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।'

এদিকে, পদ্মা সেতুতে চলন্ত যানবাহন থেকে স্বয়ংক্রিয় টোল আদায় এখনো চালু হয়নি। গত ৬ জুলাই চলন্ত যানবাহন থেকে টোল আদায় কার্যক্রমের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছিল।

এ বিষয়ে আমিরুল ইসলাম চৌধুরী বলেন, 'এটি এখনো পাইলটিং পর্যায়ে রয়েছে। সফটওয়্যারের সব কাজ সম্পন্ন হলে এবং সাধারণ যানবাহনের রেজিস্ট্রেশনের পর এটি চালু করা হবে।'

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। সেদিন সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।
 

Comments

The Daily Star  | English

How will cops file 'video cases' for over-speeding?

Police will file cases matching the number plates of the vehicles with BRTA database

30m ago