গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরের গাছা এলাকায় টি আর জেড পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরের গাছা এলাকায় টি আর জেড পোশাক কারখানার শ্রমিকেরা। শতাধিক পুলিশ শ্রমিকদের ঘিরে রেখেছে বলে অভিযোগ বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকদের।  

আজ রোববার সকাল ৮ টা থেকে টি আর জেড পোশাক কারখানার সামনে সাড়ে ৪ হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।

টি আর জেড পোশাক কারখানার ম্যানেজার (প্রশাসন) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি মিটিং চলছে। পরে বিস্তারিত জানানো হবে।    

শ্রমিকেরা জানায়, গতকাল বেতন দেবে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সবাইকে কারখানার সামনে বসিয়ে রাখা হয়। সন্ধ্যায় বেতন পরিশোধ না করেই কারখানার মেইন গেইট তালা দিয়ে কর্মকর্তারা চলে যান। 

শ্রমিক নেতা জিয়াউল কবীর খোকন ও আজিজুল ইসলাম জানান, গতকাল শনিবার বিকাল ৫ টায় বিক্ষোভের মাঝেই শ্রমিক প্রতিনিধি হয়ে আমরাও মালিক পক্ষের সাথে আলোচনায় বসেছিলাম। এতে ফলপ্রসু কোনো আলোচনা না হওয়ায় আজকেও আবার শ্রমিকেরা বিক্ষোভ করছে। 

কারখানা শ্রমিকেরা জানান, গত জুলাই মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। গত আগস্ট মাসের বেতন এখানো দেয়নি। সেপ্টেম্বর মাসও শেষ হয়ে আসছে। গত ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়া টাকা পাওনা রয়েছে। 

শ্রমিকেরা জানান, আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি। আজ সকাল ৯ টার দিকে কয়েক জন পুলিশ আসে। সকাল ১০টার দিকে শত শত পুলিশ এসেছে। আমরা এখন কী করব বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, আমরা তিন মাসের বকেয়া বেতন পাব। বেতন দিচ্ছে না। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিকেরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করছে। আমরা এইখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমি নিজেও মালিক পক্ষের সাথে কথা বলেছি। মালিক পক্ষ বলেছে, বেতন পরিশোধ করবে।

Comments