টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৩ বন প্রহরী উদ্ধার

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ৩ দিন আগে অপহৃত ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে।

তারা হলেন—হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকসু মিয়ার ছেলে আব্দুর রহমান (৪২) এবং আব্দুস শুক্কুরের ছেলে আব্দুর রহিম (৪৬)।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে স্থানীয় অধিবাসী, পুলিশ ও বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।

তিনি বলেন, 'অপহৃতদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে পাহাড় থেকে বের করে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, 'অপহৃত ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে।'

গত ১ সেপ্টেম্বর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের আওতাধীন বনবিভাগের নেচার পার্ক পাহারা দেওয়ার সময় সকাল ৮টা থেকে ১১টার মধ্যে নিখোঁজ হন ওই ৩ বন প্রহরী। ২ সেপ্টেম্বর সকালে কল করে ওই ৩ জনের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে অজ্ঞাত সন্ত্রাসীরা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, 'পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারে টানা ৩ দিন পাহাড়ে অভিযান চালাচ্ছে। আজ দুপুরে তাদের উদ্ধার করা সম্ভব হলো।'

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago