ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বুধবার সকালে ডিএমপি সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

বৈঠকে সাম্প্রতিক জঙ্গি অভিযান, গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

ভবিষ্যতে ২ দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago