দুর্নীতি কম আশ্বস্ত করতে পারলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে: পিটার হাস

পিটার হাস
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বাজারে দুর্নীতি কমানোর বিষয়ে আশ্বস্ত করতে পারলে এখানে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, 'বাংলাদেশের অনেক সুযোগ-সুবিধা আছে যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। আমাকে আমেরিকান ব্যবসায়ী নেতারা বলেছেন যে মাল্টিন্যাশনাল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেক জায়গাতেই বিনিয়োগ করার সুযোগ আছে।'

'যে দেশে দুর্নীতির সবচেয়ে কম, আমলাতান্ত্রিক জটিলতা কম, আইনের শাসনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয় এবং ব্যবসার জন্য সর্বোচ্চ লজিস্টিক অবকাঠামো আছে, বিনিয়োগের জন্য এমন কোনো দেশ তারা বেছে নেবে,' বলেন তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের আয়োজনে 'কল টু অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন সামিট' শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত পিটার হাস এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'দুঃখজনকভাবে, আমার নিজের দেশেও কিছু কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।'

'তবুও, দুর্নীতি প্রকাশ্যে আনা এবং অপরাধীদের জবাবদিহি করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য জায়গার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনুঘটক হিসেবে কাজ করে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago