মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির বৈঠক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির বৈঠক
আজ সোমবার দুপুর ১২টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান বিএনপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আজ সোমবার দুপুর ১২টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি একটি স্বাভাবিক আলোচনা।'

তিনি এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুকে জানানো হয়েছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

Comments

The Daily Star  | English
Bangladesh foreign policy

Assad’s ouster and the ever-changing world for Bangladesh

Do we have the expertise to tackle the crises and exploit the opportunities in the evolving geopolitical scenario?

11h ago