টানা বৃষ্টিতে থই থই চট্টগ্রাম

টানা বৃষ্টিতে থৈ থৈ চট্টগ্রাম
ছবি: রাজিব রায়হান/স্টার

টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের বেশকিছু এলাকা। পানিতে থই থই করছে নগরের নিচু এলাকাগুলো।

আজ রোববার নগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জায়গায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।

বহদ্দারহাট, বাকলিয়া, মিয়াখাঁন নগর, চকবাজার, ষোলশহর, হালিশহর, মুরাদপুর, চান্দগাঁও, বলিরহাট, আগ্রাবাদ, চৌমুহনী, রঙ্গীপাড়া, ছোট পুল, বড় পুল, মা ও শিশু হাসপাতাল এলাকা, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, রিয়াজ উদ্দিন বাজার, মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টিতে থৈ থৈ চট্টগ্রাম
টানা বৃষ্টিতে থৈ থৈ চট্টগ্রাম

জলাবদ্ধতার কারণে বেশি ভোগান্তি পোহাচ্ছেন অফিসগামীরা। সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ষোলশহর থেকে চকবাজার যাতায়াত করতে ৩টি রিকশা পরিবর্তন করতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে, পাশাপাশি চরম ভোগান্তিও পোহাতে হয়েছে।'

থৈ থৈ পানিতে চালাতে গিয়ে অনেক যানবাহন বিকল হতে দেখা গেছে।

বহদ্দারহাটে আটকে পড়া হাবিব নামে একজন অটোরিকশা চালক বলেন, 'যন্ত্রাংশে পানি ঢুকে গাড়ি চালু হচ্ছে না।'

নগরের পাশাপাশি উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।

হাটহাজারীর ফতেপুরের বাসিন্দা লোকমান হোসেন বলেন, 'এলাকার খালটি ভরাট হয়ে গেলেও খনন হচ্ছে গত ২০ বছর ধরে। তাই বৃষ্টি হলেই পানি উঠছে।'

সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি নাথ বলেন, 'নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।'

 

Comments

The Daily Star  | English
Injured protesters rehabilitation Bangladesh

Injured uprising victims: Compensation caught up in red tape

Crippled and blinded, many July uprising protesters continue to suffer. The one-time assistance -- Tk 5 lakh for martyrs’ families and Tk 1 lakh for the wounded -- that was promised to them soon after the incumbent took over remains entangled in an utterly bureaucratic procedure.

10h ago