চট্টগ্রামে পাহাড় ধসে আটকে পড়েছে মাইক্রোবাস, রাস্তা বন্ধ

চট্টগ্রামে পাহাড় ধসে আটকে পড়েছে মাইক্রোবাস, রাস্তা বন্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের টাইগারপাসে একটি পাহাড় ধসে মাইক্রোবাস আটকে পড়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে ধসে পড়া মাটির কারণে সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ রয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক সকাল সাড়ে ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ইতোমধ্যে সড়ক থেকে মাটি সরানো হয়েছে। ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।'

মাইক্রোবাসটির চালক জীবন গণমাধ্যমকে জানিয়েছে, তিনি গাড়ি নিয়ে বহদ্দারহাট থেকে আগ্রাবাদ যাওয়ার পথে টাইগারপাসে পৌঁছালে হঠাৎ মাটি ধসে পড়ে তার মাইক্রোবাসটি আটকে যায়।

অন্যদিকে, টানা বৃষ্টিতে বন্দরনগরীর নিচু এলাকা ডুবে গেছে। সেখানকার রাস্তাঘাট ও বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, চকবাজারসহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি উঠেছে।

মুহাম্মদপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার এলাকায় কোথাও কোথাও কোমর সমান পানি উঠেছে। লোকজন ঘরবন্দি হয়ে পড়েছেন।'

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাতে রেকর্ড করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, 'মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে বৃষ্টিপাত হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

7h ago