নরসিংদীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ হত্যার অভিযোগ
নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোরে মৃত মাছগুলো পুকুরে ভেসে ওঠে।
ভুক্তভোগী উপজেলার জিনারদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য কিরণ আলী প্রধানের (৩৪) ভাষ্য, পুকুরটিতে প্রায় ১১ টন কই মাছ ছিল। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। এতে তার ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাসিন্দা কিরণ আলী প্রধান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ১২ বছর ধরে আমার ৭৪ শতাংশ জায়গায় মাটি কেটে পুকুর করে মাছ চাষ করছি। গতকাল মাছগুলো ১৭০ টাকা কেজি দরে বিক্রির জন্য কথা হয়েছে। আমার পুকুরে প্রায় ১১ টন মাছ ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের কারণেই এতগুলো মাছ মারা গেল। পূর্ব শত্রুতার জেরে আজ গভীর রাতে এই কাজটি করা হয়েছে।'
'স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও জেলা মৎস্য কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আমি আশাবাদী তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন', বলেন তিনি।
জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়েছে, কোনো দুষ্কৃতিকারী বিষ প্রয়োগ করে মাছগুলো হত্যা করেছে। আমি চাই প্রশাসন তদন্ত সাপেক্ষে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং ইউনিয়ন পরিষদ থেকেও আমাদের সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছগুলো মৎস্য অধিদপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা করে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেলে আমাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
Comments