যানবাহনের চাপ নেই সাভারে

আজ সকাল সাড়ে ১১টায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার চিত্র। ছবি: স্টার

ঈদ উদযাপন করতে শহর ছাড়তে শুরু করেছে মানুষ। তবে সাভারের মহাসড়কগুলোতে এখনো যানবাহন বা যাত্রীদের চাপ শুরু হয়নি। আজ সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি।

আজ সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে গিয়ে দেখা গেছে, স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। কিছু স্থানে যাত্রীদের পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে যানজট যাতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ঢাকা সড়ক বিভাগ যৌথভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২ দিন ধরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ বিকেলের দিকে সড়কে যানবাহনের বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আমরা সড়কে রয়েছি। আশা করছি যাত্রীরা দুর্ভোগ ছাড়াই বাড়ি যেতে পারবেন।

ঈদযাত্রাকে সামনে রেখে হাইওয়েতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Five killed in Faridpur as train hits microbus on level crossing

No 'authorised' level crossing in the area, says local station master

27m ago