‘আমরা উদ্বিগ্ন, রোহিঙ্গাদের মাদক-নাশকতা বন্ধ করা যাচ্ছে না’

মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে সরকার রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'আমরা আইন-শৃঙ্খলার ব্যাপারে সব চেয়ে উদ্বিগ্ন রোহিঙ্গাদের নিয়ে। মাদক-নাশকতা ইত্যাদি বন্ধ করা যাচ্ছে না। আমরা ওদের আইডি কার্ড না দিলেও যেভাবে হোক ওরা বার্মার সিমকার্ড এনে ব্যবহার করে। পৃথিবীর অনেকে দেশেই শরণার্থীরা থাকে। তারা কিন্তু আবদ্ধ থাকে। মহান মুক্তিযুদ্ধের সময় ১ কোটি লোক এ দেশের শরণার্থী ছিল। কখনো সে দেশের শৃঙ্খলা ভঙ্গ করেনি, সে দেশের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়নি। আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার মিয়ারমার থেকে যারা এ দেশে আশ্রয় নিয়েছেন, প্রধানমন্ত্রী সদয় হয়ে আশ্রয় দিয়েছেন—তারা আইন-শৃঙ্খলার প্রতি হুমকি স্বরূপ।'

তিনি বলেন, 'নিজেরা আইন-শৃঙ্খলা মানতে চায় না। তাদের জন্য ভাসানচরে থাকার ব্যবস্থা হয়েছে, সেখানে সুব্যবস্থা আছে, সেখানে তারা যাচ্ছে না। স্থানীয় ও জাতীয় অপরাধে নিজেদের জড়িয়ে ফেলছে।'

মোজাম্মেল হক আরও বলেন, 'নিজেদের মধ্যেও মারামারি-হানাহানি, মাদক নিয়ে তারা যেভাবে আছে...মানবিক কারণে কিছু বলাও যায় না। যেহেতু তারা আশ্রিত, আমাদের দেশের আইনে তাদের গ্রেপ্তারও করা যায় না, বিচারও করা যায় না। কারণ তারা তো আমাদের দেশের নাগরিক না। আন্তর্জাতিক কিছু সংস্থা সেখানে আছে, যাদের মদদে আমরা মনে করি উৎসাহ পায় তারা। সেসব এনজিও বা আন্তর্জাতিক সংস্থা এমন সব কাছে জড়িত যার জন্য এদের এ দেশের আইন দিয়ে নিয়ন্ত্রণও করা যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

7h ago