পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর  নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহতরা হলো— সাত বছরের রোহান ও তিন বছরের মুসা।

গলায় আঘাত নিয়ে তাদের বাবা আব্দুল আহাদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিলুর রহমান।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ছেলেকে হত্যার পর আহাদ আত্মহত্যার চেষ্টা করেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিৎকার শুনে আশেপাশের মানুষজন তিন জনকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয় এবং আহত আহাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হত্যার পেছনে কী কারণ থাকতে পারে তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago