চলে গেলেন রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান

চলে গেলেন রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান
সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত

রাজনীতির 'রহস্য পুরুষ' হিসেবে পরিচিত সিরাজুল আলম খান মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর আড়াইটায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বৃহস্পতিবার তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ দুপুর আড়াইটায় তিনি মারা যান।

সিরাজুল আলম খান শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি ৬ দফা দাবির সমর্থনে জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেন।

সিরাজুল আলম খান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সঙ্গে তার মতভেদ তৈরি হয় এবং তিনি ছাত্রলীগ থেকে সরে যান। পরবর্তীতে তার তৎপরতায় গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ২০ মে সিরাজুল আলম খানকে বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেলর নতুন ভবনের কেবিনে ভর্তি করা হয়।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

17m ago