দ. সুদানে অপহৃত শান্তিরক্ষী মিশনের বাংলাদেশ পুলিশের সদস্যকে উদ্ধার

মালি শান্তিরক্ষা মিশন

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী সাব-ইন্সপেক্টর মো. আশেকুর রহমানকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিকে তাকে অপহরণ করা হয়েছিল।

পরবর্তীতে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে এবং তিনি সুস্থ আছেন।

দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে এ ঘটনা ঘটেছিল।

Comments

The Daily Star  | English

Bhorer Kagoj announces closure

The major Bangla daily went to print on February 15, 1992 from Dhaka

16m ago