সিরাজগঞ্জে শান্তিরক্ষা মিশনে নিহত সেনাসদস্য শরিফের দাফন সম্পন্ন

মধ্য আফ্রিকায় শান্তি রক্ষা মিশনে বোমা বিস্ফোরণে নিহত সেনাসদস্য শরিফ হোসেন। ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি রক্ষা মিশনে বোমা বিস্ফোরণে নিহত সেনাসদস্য শরিফ হোসেনের দাফন তার নিজ জেলা সিরাজগঞ্জে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার বেড়াখারুয়া কবরস্থানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে দুপুরের দিকে শরীফুলের মরদেহ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনী ও জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে মরদেহ গ্রহণ করেন শরিফের বাবা লেবু শেখ। মরদেহ দেখে শরিফের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

শরিফের দাফন কাজে অংশ নিতে ছুটে আসেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সামরিক মর্যাদায় বেরখারুয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।'

শান্তি রক্ষা মিশনে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এ মাসের শুরুর দিকে বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়। শরিফ তাদের মধ্যে একজন।

 

Comments