ওডিশায় ট্রেন দুর্ঘটনা: ‘বাংলাদেশি কারো নিহতের খবর এখনো পাওয়া যায়নি’

তবে স্থানীয় সাংবাদিকরা উপহাইকমিশনকে জানিয়েছে, দুর্ঘটনায় দুয়েকজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ওডিশার ট্রেন দুর্ঘটনা
ওডিশার ট্রেন দুর্ঘটনা। ছবি: এএফপি

ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৯০০ জন। এই দুর্ঘটনায় বাংলাদেশি কারো নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

তবে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের কারো পরিচয়ই প্রকাশ করেনি ভারতীয় রেল কর্তৃপক্ষ। ভারতের বিভিন্ন দিক থেকে মানুষ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। এতে ঘটনাস্থলের ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত জায়গাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। তাই ঘটনাস্থলে পৌঁছাতেও অতিরিক্ত সময় লাগছে।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পায়নি। তবে স্থানীয় সাংবাদিকরা তাদের জানিয়েছে, দুয়েকজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওডিশার ট্রেন দুর্ঘটনা। ছবি: রয়টার্স

উপহাইকমিশনের ৩ সদস্যের একটি দল ওডিশার উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছে, যারা স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সেখানে পৌঁছাবে। তারা সেখানকার হাসপাতালগুলোতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেবে।

যে বাংলাদেশিদের আত্মীয়-স্বজনরা হাইকমিশনে ফোন দিয়ে স্বজনের তথ্য জানতে চাচ্ছে, উপহাইকমিশন তাদের তালিকা তৈরি করছে। কমিশনের দল ঘটনাস্থলে পৌঁছে তালিকা ধরে তাদের খোঁজ নেবে।

'আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিসেও যোগাযোগ করেছি। সেখান থেকেও কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি', জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

Comments