ওডিশায় ট্রেন দুর্ঘটনা

সিবিআইকে তদন্তের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানাল রেল কর্তৃপক্ষ

যে ট্র্যাকে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: রয়টার্স
যে ট্র্যাকে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: রয়টার্স

ভারতের রেল মন্ত্রণালয় দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সিবিআইকে ওডিশার মর্মান্তিক দুর্ঘটনার তদন্তভার গ্রহণের অনুরোধ জানিয়েছে।

আজ সোমবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ইতোমধ্যে রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম চলছে এবং প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভুল সিগনালের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে ৩ ট্রেনের সংঘর্ষের ঘটনাটিকে এ শতাব্দীতে ভারতের ভয়াবহতম দুর্ঘটনা হিসেবে অভিহিত করা হচ্ছে।

গতকাল হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বালেশ্বরের কাছে বহানগা বাজারে স্যার এম বিশ্বেশ্বর টার্মিনালে এ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ দাঁড়িয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।

রেল মন্ত্রণালয় কেন সিবিআইয়ের মাধ্যমে আলাদা তদন্ত কার্যক্রম চালানোর সুপারিশ করেছে, তা এখনো পরিষ্কার না। কেননা অন্যান্য তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে চলমান।

ভারতের সিবিআই সাধারণত উচ্চ পর্যায়ের ফৌজদারি মামলার তদন্ত করে থাকে, যার মধ্যে গুরুতর আর্থিক কারচুপি ও হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রোববার গণমাধ্যমকে বলেন, 'দুর্ঘটনার পেছনের মূল কারণটি' চিহ্নিত করা হয়েছে এবং এই 'অপরাধমূলক কাজের' জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

তিনি চূড়ান্ত প্রতিবেদন আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানান।

রেল নিরাপত্তা কমিশনারে একটি প্রতিবেদন শিগগির প্রকাশ করা হবে, যা মূল কারণ সম্পর্কে সবাইকে জানাবে, জানান তিনি।

রোববার রেল কর্তৃপক্ষ আরও জানায়, ভুল সিগনাল ও 'ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের' কারণে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন ও কোচগুলো একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

রেলপথ সিগনালিংয়ে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ হলো প্রতিটি ট্রেনের রুট নির্ধারণ করা এবং ট্র্যাকের ওপর দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করা।

রোববার দিনের শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেন, যে ট্র্যাকে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।

ভারতের বিরোধী দলের নেতারা রেলমন্ত্রীকে এই দুর্ঘটনার দায়ভার স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

ক্ষমতাসীন বিজেপি এর জবাবে একটি মর্মান্তিক দুর্ঘটনার রাজনীতিকরণ না করার অনুরোধ জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago