খুলনা সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: সিইসি

খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কাজী হাবিবুল আউয়াল। ছবি: স্টার

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।'

আজ মঙ্গলবার দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ইভিএমে ভোট করছি। ইভিএমের ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। 

তিনি আরও বলেন, 'কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটরিং করা হবে।' 

আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন নিয়ে আচরণবিধিসহ নির্বাচনে প্রার্থীদের নানাবিধ অভিযোগ-অনুযোগ শুনে তিনি এসব মতামত দেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিল প্রার্থীরা তাদের মতামত এবং নির্বাচন আচরণবিধিসহ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন।

মতবিনিময় সবায় বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব) নির্বাচন কমিশনার, মো. জাহাঙ্গীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়। সভাপতি হিসেবে ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা।

আজ বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago