খুলনা সিটি নির্বাচন: মেয়র পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ জনের

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে জাকের পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বৈধ ঘোষণা করা হয়েছে ৩ জনের মনোনয়ন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এই তথ্য জানিয়েছেন।

কেসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ও সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ও জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আয়কর রিটার্নের রশিদ ও প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় এদিন জাকের পার্টির মেয়র পদপ্রার্থী এসএম সাব্বির হোসেন এবং ৩০০ সমর্থনকারীর তথ্যে ভুল থাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

গত ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থী এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৫ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago